৫২তম বাংলাদেশ লিও দিবস পালিত

| সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

লিও জেলা ৩১৫বি৪, বাংলাদেশের উদ্যোগে ৫২ তম বাংলাদেশ লিও দিবস গত ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি লিও মো. শওকত হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গর্ভনর লায়ন মো. কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকি, প্রাক্তন জেলা গভর্নর ও লিও জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদ উল্লাহ, জয়েন্ট ক্যাবিনেট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিল্লাল, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন এ কে এম নবিউল হক সুমন, লায়ন শুভা নাজ জিনিয়া, লায়ন মো. খলিল উল্লাহ চৌধুরী সাকিব, সুরজিত সাহা মিঠু, লায়ন শাহজাদা গাজী মো. গজনবী, লায়ন আবু নাসের রনি, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন ইরফান মোস্তফা, লায়ন আতিক শাহরিয়ার সাদিফ, লিও দীপ্ত দে, লিও মো. সিফাতুল ইসলাম সামি, লিও রাফিদ মো. আহনাফ, লিও হোসেন মো. ইমরান নিঙন, লিও শেখ মুনতাসির মামুন, লিও আরাফাত হোসেন, লিও ওয়াহেদুল আলম রকি ও জেলার ৪০টি লিও ক্লাবের ক্লাব সভাপতি ও সদস্যরা।

অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন লিও নিশু জান্নাত লাকী, এডভাইজর ছিলেন লিও তাসফিয়া আক্তার। প্রোগ্রাম সেক্রেটারি লিও চৌধুরী আদৃতা বড়ুয়ার সঞ্চালনায় বক্তারা লিও জেলার গুরুত্ব, সেবামূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের ভূমিকা এবং ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে প্রাক্তন জেলা গভর্নর ও প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে লিও জেলার ৫২ বছরের গৌরবময় পথচলা স্মরণ করেন। লিওদের প্রতি সেবা, নেতৃত্ব ও সৌহার্দ্যের আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি লিও সদস্যদের আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা গভর্নর লিওদেরকে নিজেদের গড়ে তোলার প্রতি তাগিদ দেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি লিওদের কাছ থেকে শতভাগ সমর্থন প্রত্যাশা করেন এবং সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি অতন্ত্র প্রহরী