৫০ হাজার ইয়াবা উদ্ধার মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় মিয়ানমারের এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. ইউসুফ মিয়ানমারের সালামত উল্লাহর ছেলে। কঙবাজারের উখিয়া কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন তিনি। রায ঘোষণার সময় মো. ইউসুফ কাঠগড়ায় হাজির ছিলেন না। জামিনে গিয়ে তিনি পলাতক আছেন। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। মামলার অপর আসামি মো. সেলিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। আদালতসূত্র জানায়, ২০২১ সালের ১৩ আগস্ট নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকার কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে থেকে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম ইয়াবার ভাঙা গুঁড়াসহ মো. ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় মো. ইউসুফ ও মো. সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে ২০২২ সালের ৩১ মার্চ তাদের দুজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীরা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অপরিহার্য অংশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ