কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় মো. তানভীর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সে কক্সবাজার পৌরসভার এলাকার মাস্টার বাড়ির মো. মফিদুল আলমের ছেলে।
গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন আসামি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর শিকলবাহার এলাকা থেকে ৪৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. তানভীরকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন হাটহাজীর ক্যাম্পের ডিএডি মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলাটি করেন। পরবর্তীতে ২০২১ সালের ১৪ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালতে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।