৪ দিনেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ বাঁশখালীর ২ জেলের

ট্রলারে জাহাজের ধাক্কা

বাঁশখালী প্রতিনিধি  | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় বাঁশখালী উপজেলার ২ জেলে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার উল্টে এ ঘটনা ঘটে। ট্রলারে ১০ জন মাঝিমাল্লা ছিলেন। ৮ জেলে ফিরে আসলেও মো. জহির মিয়া (৩৮) ও মো. মেহেদি (২১) নামে ২ জেলের সন্ধান এখনও পাওয়া যায়নি। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাঁশখালীর চাম্বলের বাংলাবাজার জেটিঘাট থেকে আবুল কাশেমের মালিকাধীন মাছ ধরার ফিশিং ট্রলারটি নিয়ে ১০ জেলের একটি দল গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গভীর রাতে কুতুবদিয়ার অদূরে একটি বড় জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন জেলে সাগরে পড়ে যান। ৮ জন জেলে উদ্ধার হলেও গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মৃত আমিন উল্লাহর পুত্র মো. জহির মিয়া ও চাম্বল ইউনিয়নের জলেয়া বাপের বাড়ির কামাল মাঝির ছেলে মেহেদিকে ৪ দিনেও খুঁজে পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জনগণ এবং কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালালেও এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। কোস্টগার্ড পূর্ব জোন কুতুবদিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত জানান, ঘটনার ব্যাপারে আমাদের কেউ অবহিত করেনি। ফলে আজ থেকে আমরা অনুসন্ধান শুরু করছি।

পূর্ববর্তী নিবন্ধজোয়ারের পানিতে ভাসছে হালদা পাড়ের বহু গ্রাম
পরবর্তী নিবন্ধদুর্বৃত্তের গুলিতে আহত মীরসরাইয়ে পূজা পরিষদ ও যুবলীগ নেতা