৪ ঘন্টা পর কক্সবাজারে যান চলাচল স্বাভাবিক

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৭:৫৬ অপরাহ্ণ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করেছির দ্বীপের বাসিন্দারা। পরে পরে জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা আন্দোলন সাময়িক স্থগিত করেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।

বুধবার (১৯ নভেম্বর) কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে এই আন্দোলন সাময়িক স্থগিত করেন দ্বীপের বাসিন্দারা।

সড়কের ওপর দাড়িয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ামিন হোসেন বলেন, আপনাদের যৌক্তিক দাবির সাথে আমরাও একমত। আপনাদের প্রতিনিধি দলের সাথে ডিসি স্যার ও প্রথম কর্মকর্তাদের সাথে কথা হয়েছে।

আপনাদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। তাদের সব দাবি মেনে নেওয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।

এদিকে দ্বীপের প্রতিনিধি আব্দুল মালেক বলেন, পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আজকের মত আন্দোলন স্থগিত করেছি।যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে দ্বীপের বাসিন্দারা দ্বীপে ফিরে যাবে না।

এর আগে সকাল ১১ দিকে কয়েক শত মানুষ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপন অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারিরা নানা স্লোগান দিতেও শোনা যায়।স্থবির হয়ে পড়েছে পুরো শহর।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম আন্তঃস্কুল আর্চারি চ্যাম্পিয়নশিপ
পরবর্তী নিবন্ধউখিয়া সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ