হাসপাতালের বিছানায় ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন নয়ন মিয়া, যিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে নয়নের মৃত্যু হয়। খবর বিডিনিউজের।
২৫ বছর বয়সী নয়ন কাঁঠালবাগান এলাকার একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। ওই এলাকাতেই একটি ভাড়া বাসায় স্ত্রী–সন্তান নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়; বাবার নাম মো. লোকমান হোসেন। নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ বলেন জানিয়েছেন।
নয়নের শ্বশুর এরশাদুল হক বলেন, গত ৪ আগস্ট বিকেলে নয়ন কাঁঠালবাগান ঢালের একটু সামনে বাংলামোটরের রাস্তায় যাওয়ামাত্র মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টায় ওর মৃত্যু হয়। এক সন্তানের জনক নয়ন নিজের পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন সবার বড়।