৪৬ স্কুলে শতভাগ পাস

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ মে, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অংশ নেওয়া এক হাজার ১২৫টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৪৬টি স্কুলের পরীক্ষার্থীরা। সেগুলো হলোহাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। বাকী প্রতিষ্ঠানগুলো হচ্ছেসেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, বায়েজিদ বোস্তামি ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই, নিজামপুর মুসলিম হাই স্কুল, শামসুল ইসলাম চৌধুরী গার্লস হাই স্কুল, ইস্টার্ন রিফাইনারি হাই স্কুল, শহীদ লে. জি এম মুশফিক বীর উত্তম হাই স্কুল, বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল, মুক্তকেশী গার্লস হাই স্কুল, কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ হাই স্কুল, পেরাছড়া হাই স্কুল, শিজকমূখ হাই স্কুল, উলুছড়ি মৌজা হাই স্কুল, সাবেক রাঙ্গুনিয়া ইন্দ্র কুমারি গার্লস হাই স্কুল, বায়েজিদ মডেল স্কুল, রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম গ্রামার স্কুল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, পিডিবি হাই স্কুল, লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, ভাইবোন ছড়া গার্লস হাই স্কুল, হলদিয়া হাই স্কুল, মাহিল্লা হাই স্কুল, চট্টগ্রাম সান শাইন স্কুল এন্ড কলেজ, গানার্স ইংলিশ স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, আমতলি হাই স্কুল, কাফকো স্কুল এন্ড কলেজ , সায়েদপুর হাসানশাহিনুর একাডেমি, টেকনোসাইডার ইন্টারন্যাশনাল স্কুল, গাজবান জুনিয়র হাই স্কুল, ফাতেমা গার্লস হাই স্কুল, স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজ, ফুলকি সহজপাঠ বিদ্যালয়, হিলভিউ পাবলিক স্কুল ও মাতারবাড়ি আইডিয়াল স্কুল গার্লস।

পূর্ববর্তী নিবন্ধপায়ে লিখে জিপিএ-৫ পেল সীতাকুণ্ডের রাব্বি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত সেরা ৩৫ স্কুল, সবার উপরে কলেজিয়েট