কুমিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শওকত ইসলাম ৪৫ দিন লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। গত রোববার রাত ১১টার দিকে কুমিরায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরের ১১ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শওকত ইসলাম গুরুতর আহত হন। দীর্ঘ ৪০ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি নিজ বাড়িতে নিয়ে আসে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা গুল আহম্মদ জুট মিল এলাকায় চলতি বছরের ১১ মার্চ রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগের অফিসে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা যুবলীগ নেতা শওকত ইসলামকে কুপিয়ে আহত করে। পরে আশঙ্ক্ষাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার শিকার হন শওকত। তার হত্যাকারীদের আইনের আওয়ায় এনে বিচার করতে হবে। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, শওকতের পিতা ঘটনার পর মামলা দায়ের করেছিলেন। সেটি এখন হত্যা মামলা হিসাবে রূপান্তর হবে।












