দীর্ঘ ৯ বছর পর গঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি। ৪২০ সদস্যের এই রেকর্ডভাঙা কমিটিতে নারী সদস্য স্থান পেয়েছেন মাত্র ১১ জন। অথচ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শাখা কমিটির সদস্যদের কমপক্ষে ১০ শতাংশ নারী হওয়া বাধ্যতামূলক। সে হিসেবে ৪২০ জনের কমিটিতে নারী সদস্য থাকার কথা অন্তত ৪২ জনের মতো। কমিটিতে অন্তর্ভুক্ত নারী সদস্যদের মধ্যে সহ–সভাপতি পদে স্থান পেয়েছেন সুমি আক্তার। যুগ্ম–সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জেরিন বড়ুয়া শুভ, ফাহমিদা আক্তার, নুজহাত জাহান ও কানিজ ফাতিমা। এছাড়া সহ–সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সিদরাতুল মুনতাহা অমি, মানবাধিকার সম্পাদক তামান্না খান, ছাত্রীকল্যাণ সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক হিসেবে আছেন নুসরাত জাহান ও সাদিয়া সরকার এবং নাট্য বিষয়ক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন শাফকাত শফিক।
গেল বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ২৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পায়।
সংখ্যায় রেকর্ড, কাঠামোয় বিতর্ক : ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী একটি শাখা কমিটিতে সদস্য সংখ্যা ৮১ জনের বেশি হওয়ার কথা নয়। তবে এবারের চবি কমিটিতে সেই সংখ্যার প্রায় পাঁচগুণ বেশি সদস্য রাখা হয়েছে। নতুন কমিটিতে সহ–সভাপতি ৫৬ জন, যুগ্ম–সাধারণ সম্পাদক ৯২ জন, সহ–সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ–সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সাধারণ সদস্য রয়েছেন ৬২ জন।
চাকসুর এজিএস তৌফিক পেলেন যুগ্ম–সাধারণ সম্পাদকের পদ : ঘোষিত কমিটিতে চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৪৩ নম্বর যুগ্ম–সাধারণ সম্পাদকের দায়িত্ব। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ সময় পর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এটা আমাদের জন্য আনন্দের। আমি পদকে বড় করে দেখি না, সংগঠনের ব্যানারে কাজ করাটাই গৌরবের।
উল্লেখ্য, চবি ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল ২০১৬ সালের ১৩ অক্টোবর। দুই বছরের মেয়াদে করা হলেও সেটি বিলুপ্ত হয় ছয় বছর পর, ২০২২ সালের ১১ নভেম্বর।












