৪০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

৬৩ জনের মৃত্যুর কথা স্বীকার করল রাশিয়া

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন। মাকিভকা নগরীতে একটি ভবনকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। সেখানে রাশিয়ার সেনারা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর হিসাবমতে, হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে। তবে নিহতের এ সংখ্যা যাচাই করা যায়নি।

অঞ্চলটির রাশিয়াপন্থি কর্তৃপক্ষ হতাহতের ঘটনা স্বীকার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, রাশিয়া-নিয়ন্ত্রিত অংশে নতুন বছরের আগে দিয়ে ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনীয় বাহিনী ছয়টি হিমার্স রকেট ছুড়ে এবং সেগুলোর দুটি ভূপাতিত করা হয়। বলে মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। অপর চারটি রকেটের আঘাতে মাকিভকা নগরীর সাবেক একটি প্রশিক্ষণ স্কুলে স্থাপন করা অস্থায়ী ব্যারাক ধ্বংস হয় বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিবিসি জানায়, ইউক্রেইনের রাজধানী কিয়েভে রোববার রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলাকালে বিমান হামলার আওয়াজ শোনা গেছে। মদোনেৎস্কের অধিকৃত অঞ্চলের এক ঊর্ধ্বতন রুশপন্থি কর্মকর্তা ড্যানিল বেজসোনোভ বলেছেন, নতুন বছরের মধ্যরাতের দু’মিনিট পর মাকিভকা নগরীতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকান হিমার্স থেকে একটি প্রশিক্ষণ স্কুলে বড় ধরনের আঘাত হয়েছে।’

রাশিয়াপন্থি কর্মকর্তারা এর আগে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেইনীয় বাহিনীর হামলায় প্রায় ৪০০ সেনা হত্যার দাবি অতিরঞ্জিত বলে উড়িয়ে দেন। এবার রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় সেনা নিহতের স্বীকারোক্তি দিয়ে মৃতের সংখ্যা জানাল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.১২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাঁচ বেসামরিককে হত্যা, কাশ্মীরে বাড়ছে উত্তেজনা