ব্র্যাক মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার চট্টগ্রামের উদ্যোগে এবং সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম জেলার ৪০নং পতেঙ্গা ওয়ার্ডের গ্রীন বার্ডস স্কুলের অডিটোরিয়ামে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে আয়োজন করা হয় একটি ইউনিয়ন কর্মশালা। কর্মশালার মাধ্যমে সমাজের বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদেরকে অভিবাসন বিষয়ে তথ্য প্রদান করা হয়। নিজ পরিবার এবং এলাকায় ফেরত অভিবাসীদের জন্য তাদের করণীয় সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা প্রদান করা হয়।
মূলত প্রবাসীদের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমের পাশাপাশি ব্র্যাকও মাঠ পর্যায়ে কমিউনিটির মানুষদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে যে বদ্ধপরিকর সেই বিষয়ে সকলে সম্যক ধারণা প্রদান করা হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট মং খিং ওয়াং এবং সম্পূর্ণ প্রজেক্ট এক্টিভিটি তুলে ধরে অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে বিশদ আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট কর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০নং পতেঙ্গা ওয়ার্ডের সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশাররফ উদ্দীন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪০নং সিটি কর্পোরেশন পতেঙ্গা ওয়ার্ডের সচিব মো. নিজাম। প্রেস বিজ্ঞপ্তি।