৪শ গজ দূরত্বে শান্তি সমাবেশ ও পদযাত্রা

পটিয়ায় আ. লীগ-বিএনপির পৃথক কর্মসূচি আজ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

পটিয়ায় আজ শনিবার আওয়ামী লীগ ও বিএনপি পৃথক সভা সমাবেশের ডাক দিয়েছে। মাত্র চারশ গজের দূরত্বে প্রধান দুই দলের কর্মসূচির ঘোষণা আসার পর সংঘর্ষের আশংকা বিরাজ করছে।

উপজেলা আওয়ামী লীগ শনিবার (আজ) বিকেল ৩টায় থানার মোড় চত্বরে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। পাশাপাশি পটিয়া সরকারি কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একইসময় পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

পটিয়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ দৈনিক আজাদীকে বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যে ও অগ্নি সন্ত্রাস এবং জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা আ. লীগ ঘোষিত পটিয়া উপজেলা আ. লীগ পটিয়ার ঐতিহাসিক থানার মোড় চত্বরে বিকেল ৩টায় শান্তি সমাবেশের ডাক দিয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়া উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা থাকবেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়াও জেলা ও উপজেলা আ. লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিএনপি শান্তি ভঙ্গ করে যদি নৈরাজ্যর সৃষ্টি করে তা হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম জানান, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পটিয়া কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। আমরা দলীয় কার্যালয়ের সামনে থেকে পটিয়ার ইন্দ্রপুল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করার ঘোষণা রয়েছে। এ নিয়ে প্রশাসনের সাথে কথাবার্তা চলছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, . লীগ বিএনপির পৃথক সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। দুই দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আইনশৃংখলা বাহিনী সার্বিক সহায়তা দিবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৫ কোটি টাকার কোরবানির কাঁচা চামড়া বিক্রি
পরবর্তী নিবন্ধচাঁদা দিয়ে প্রথম দিনেই পেনশন স্কিমে ১৬০০ জন