সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর ১০০ দিনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চান্দগাঁও ৪নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ওয়ার্ডের ফরিদা পাড়া এলাকায় নালা-নর্দমা পরিস্কার, আবর্জনা অপসারণ ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল। এসময় কাউন্সিলর এসরাল বলেন, ময়লা-আবর্জনার মধ্যে মশা বংশ বিস্তার করে। তাই এডিশ মশার প্রজনন ধ্বংসে আমাদের নিজ বাসাবাড়ি, আঙিনা পরিষ্কার রাখতে হবে। তিনি বলেন, নগরীর কোনো এলাকায় মশার সমস্যা থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্য কর্মকর্তাকে জানাবেন। প্রতিদিন পরিচ্ছন্নকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মশার ওষুধ ছিটাবে। প্রেস বিজ্ঞপ্তি।