চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ৩ যুগ পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন হবে। আজ বিকাল ৩টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে বৈঠক শেষে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামীকাল (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করবো। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এরপর নানা কারণে এ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এ নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক চর্চার একটি মাইলফলক।