কাপ্তাই উপজেলায় গতকাল বৃহস্পতিবার হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধসের ঘটনায় ৩টি বসতঘর ভেঙে কর্ণফুলী নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার ঢাকাইয়া কলোনির লকগেইট এলাকায়। পাহাড় ধসের ফলে স্থানীয় ফরিদ হোসেন, মামুন ও নবী হোসেনের ৩টি ঘর ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় নবী হোসেন সামান্য আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা এবং ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঢাকাইয়া কলোনি পুরোটাই অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হলেও কেউ এখান থেকে সরে যায়নি। বর্তমানে ঢাকাইয়া কলোনিতে আরো ৫ শতাধিক পরিবার চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে। তাদের ঘরবাড়িও যে কোন মুহুর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।