৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় উপজেলা প্রশাসনের অভিযান

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় উপজেলা প্রশাসনের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা আনোয়ারা সদর, শোলকাটা ও কালাবিবি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে, ত্রুটিপূর্ণ অগ্নি নির্বাপক ব্যবহস্থার কারনে ফরচুন দিপুমনিকে ৩০ হাজার টাকা, ঢাকা বেকারিকে ৫০ হাজার টাকা এবং আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ফায়ার সার্ভিসের একটি দলও অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ আল্লামা তৈয়ব আলীর (রহ.) নাগরিক স্মরণসভা কাল
পরবর্তী নিবন্ধআজ থেকে দুইদিনব্যাপী ‘মিস্টার চট্টগ্রাম ওপেন বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’ শুরু