৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন বিদ্যুৎপৃষ্ট সেই কর্ণফুলীর যুবক

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ১:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ডিস লাইনে কাজ করতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট সেই মাহাফুজ (৩৫) তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) সকালের দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার ক্যাবেল ডিস লাইনের প্রোপ্রাইটর নেছার আহাম্মদ। বর্তমানে তিনিও ঢাকা রয়েছেন বলে সূত্র জানায়।

নিহত যুবক মোহাম্মদ মাহাফুজ। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাইর মোহাম্মদ বেপারী বাড়ির মৃত লেয়াকত আলীর ছেলে।

গত সোমবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার শিকলবাহার সিডিএর টেক এলাকার ডিস লাইনের তারে কাজ করছিলেন মাহাফুজ। তখন স্ট্যাণ্ড সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ ক্যাবল তার ছুঁড়তে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে কিছু বুঝার উঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়।

এতে ১১ হাজার ভোল্টেজের তারে শর্ট লেগে তার শরীরের ডান হাত পুড়ে যায়। বাম হাত ও বুকেও কিছুটা আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই আজ সকালে মৃত্যু হয়।

মাহাফুজের মৃত্যুর সংবাদ শোনে তাঁর চাচাতো ভাই চরপাথরঘাটার মুহাম্মদ সোহেল চৌধুরী বলেন, ‘ভাই মাহাফুজ তোমাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলেছিলাম চিন্তা করোনা ইনশাল্লাহ সুস্থ্য হয়ে যাবে। কিন্তু আল্লাহ’র কি লীলা খেলা আমাদের সবাইকে হতাশ করে তোমাকে নিয়ে গেলো। এই ভাবে আমাদের ছেঁড়ে চলে যাবে কখনো কল্পনা করি নাই। তোমার দুটি ছোট ছেলে-মেয়ে এতিম হয়ে গেলো। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে পড়ে যুবক নিখোঁজ