ছোট্ট একটি পাখির ঝাপটায় ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে কাপ্তাই উপজেলা ৩ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিহীন থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্ক এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লিচুবাগান বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী (আরই) মো. আশফাকুর রহমান মুজিব। তিনি বলেন শনিবার সকাল প্রায় ১০টার সময় কাপ্তাই প্রশান্তি পার্ক এলাকার কাছ দিয়ে প্রবাহিত ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পাখি এসে বসে। এসময় পাখির ঝাপটায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পার্ক হয় এবং বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যায়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুতের লাইন সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে সঞ্চালন লাইন চালু করার জন্য বিদ্যুৎ কর্মীরা কাজ শুরু করেন। সব কাজ সম্পন্ন করে পুনরায় বিদ্যুৎ লাইন চালু করতে দুপুর প্রায় দেড়টা বেজে যায়।
এদিকে গতকাল শনিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ হাবিবুল হক। তিনি জানান সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় রোগী ও চিকিৎসকদের প্রচণ্ড গরমে ভোগান্তি হয়। তবে বিদ্যুৎ চালু হবার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।