৩ কোটি ২০ লাখ টাকার সেই দুই টেন্ডার অবশেষে বাতিল

বোয়ালখালী পৌরসভা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ৬:৩০ পূর্বাহ্ণ

অবশেষে বাতিল হলো বোয়ালখালী পৌরসভার ৩ কোটি ২০ লাখ টাকার দুই প্রকল্পের টেন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র হাজী আবুল কালাম আবুসহ টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী একাধিক ঠিকাদার। এরআগে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালকসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিলেন ভুক্তভোগী ঠিকাদাররা।
জানা যায়, গত ২৫ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক যথাযথ নিয়ম মেনে বোয়ালখালী পৌরসভার দুই প্রকল্প যথাক্রমে শেখপাড়া-বড়ুয়া পাড়া-কৈর্বত্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও শহীদ নায়েব আলী-বায়তুন নুর মসজিদ সড়ক উন্নয়ন কাজের টেন্ডার দাখিল করেন ঠিকাদার’রা। একটিতে ২৩ জন, অন্যটিতে ২৫ জন ঠিকাদার অংশ নেন। কিন্তু গত ১৫ অক্টোবর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ঠিকাদারদের জানিয়ে দেন যে, দুই প্রকল্পেরই লটারি ইতোমধ্যে সমপন্ন হয়ে গেছে। মেসার্স শারমিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান লটারি জিতে দুটি কাজের জন্য নির্বাচিত হয়েছে। পৌর প্রকৌশলীর মুখে এ কথা শুনে খোঁজ নিয়ে ঠিকাদাররা জানতে পারেন যে, আসলে এখানে কোনো লটারিই হয়নি, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান অনিয়মের আশ্রয় নিয়ে গোপনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সমপাদকের মালিকানাধীন মেসার্স শারমিন এন্টারপ্রাইজকে দু’প্যাকেজেই বিজয়ী ঘোষণা করেছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দাখিল করেন ৪৮ জন ঠিকাদার। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেণ্ডার বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
মেয়র হাজী আবুল কালাম বলেন, এ দুটি কাজের টেন্ডার প্রক্রিয়ায় পৌর উপসহকারী প্রকৌশলী ও জনৈক ঠিকাদারের যোগসাজশে অনিয়মের অভিযোগে ঠিকাদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগ হতে এ দুটি টেন্ডার কার্যক্রম বাতিল এবং পুনঃটেন্ডারের নির্দেশনা পাওয়া গেছে। আশা রাখি এবার স্বচ্ছ প্রক্রিয়ায় এ টেন্ডার কার্যক্রম সমপন্ন হবে। পৌর প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে স্থান পেলেন আফছারুল আমীন ও মাহমুদ সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধপুলিশ কর্মকর্তা পরিচয়ে অন্যরকম প্রতারণা