৩ কোটি টাকা খুইয়েছেন জামানত হারা ১ হাজার ৪৫৬ প্রার্থী

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৬ জন প্রার্থী, যা মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রায় ৭৪ শতাংশ। নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো রিটার্নিং কর্মকর্তাদের হালনাগাদ তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এসব আসনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১,৯৬৯ জন অংশ নেন। পরে ১২ ফেব্রুয়ারি নওগাঁ২ আসনে ভোট হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। ভোট শেষ হওয়ার পর গত ২৪ জানুয়ারি জামানত হারানোদের তালিকা ও তথ্য চেয়ে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেয় ইসির নির্বাচন প্রশাসন শাখা। এই তথ্য ১০ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) ফরহাদ আহম্মদ খান বলেন, সংসদ নির্বাচনে জামানতের পরিমাণ ২০ হাজার টাকা। নির্বাচনি আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট না পেলে বাজেয়াপ্ত হয়। চলতি মাসে মাঠ পর্যায় থেকে জামানত বাজেয়াপ্ততের তথ্যাবলী এসেছে। দলভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য পেতে একটু সময় লাগবে। বাজেয়াপ্ত হওয়া জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হয়ে থাকে। জয়ীসহ বাকিরা চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে জামানতের অর্থ ফেরতের আবেদন করে তুলে নিতে পারেন।’ খবর বিডিনিউজের।

২০ হাজার টাকা করে জামানত হারানো ১৪৫৬ জনের দুই কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা জমা হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে। ইসি কর্মকর্তারা জানান, ৭ জানুয়ারির নির্বাচনে জামানত খুইয়েছেন ১ হাজার ৪৫৪ জন প্রার্থী । আর ১২ ফেব্রুয়ারি নওগাঁ২ আসনের ভোটে জামানত হারান আরও দুজন। সবমিলিয়ে ৭৩ দশমিক ৭৯ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স দিল পিএইচপি ফ্যামিলি
পরবর্তী নিবন্ধভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুকে : প্রধানমন্ত্রী