৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ চট্টগ্রামে শুরু হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশীপ আজ চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে। আটদিনব্যাপি এই টিটির জাতীয় চ্যাম্পিয়নশিপে সারা দেশের ৩৭টি দল অংশ গ্রহণ করছে। দল গুলোর মধ্যে ৩টি সার্ভিসেস দল, ১টি বিশ্ববিদ্যালয়, ৫টি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ২৮টি জেলা ক্রীড়া সংস্থা রয়েছে। সার্ভিসেস দল ৩টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ। বিশ্ববিদ্যালয় দলটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ৫টি বিভাগীয় ক্রীড়া সংস্থা হচ্ছে যথাক্রমে সিলেট, রংপুর, খুলনা, রাজশাহী এবং বরিশাল। এছাড়া ২৮টি জেলা ক্রীড়া সংস্থা হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, বান্দরবান, গোপালগঞ্জ, চাঁদপুর, ফেনী, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, বরিশাল, পটুয়াখালী, হবিগঞ্জ, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাগুরা, নওগাঁ এবং নারায়নগঞ্জ। এবারের চ্যাম্পিয়নশীপে ২৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। যাদের মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন এবং বালিকা ২৮ জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল সেমিতে মেরিন একাডেমি ও বরমা কলেজ