৩৭ তম থাই কিংস কাপে সেপাক টাকরো বাংলাদেশ জাতীয় দলের সেরা সাফল্য

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল সেপাক টাকরো ফেডারেশন (ইসতাফ) আয়োজিত সেপাক টাকরো ওয়াল্ড চ্যাম্পিয়নশিপ এবং ৩৭ তম থাই কিংস কাপে বাংলাদেশ এবার সেরা সাফল্য পেয়েছে। থাইল্যান্ডের কোরাত শহরে গত ১ হতে ৮ আগস্ট অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো মহিলা দল হোপ ইভেন্টে রানার আপ এবং পুরুষ দল তৃতীয় স্থান লাভ করেছে। এটা বাংলাদেশ সেপাক টাকরো জাতীয় দলের সেরা সাফল্য। এই টুর্নামেন্টে মোট ৫টি ব্রোঞ্জ ও দুইটি সিলভার পদক লাভ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে মহিলা দল রেগু ইভেন্টে ১টি ব্রোঞ্জ এবং েেকায়াড ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া পুরুষ দল কোয়াড ইভেন্টে ব্রোঞ্জ এবং হোপ ইভেন্টে ব্রোঞ্জ, মিক্সড কোয়াড ইভেন্টে রৌপ্য, মিক্সড রেগু ইভেন্টে রৌপ্য মিক্সড ট্রাইয়ো ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করে। বাংলাদেশ জাতীয় সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালীর নেতৃত্বে এ সফলতা পেয়েছে বাংলাদেশ দল। এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক এবং সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল। বাংলাদেশ জাতীয় মহিলা সেপাক টাকরো দল চট্টগ্রামের ফটিকছড়ি তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছিল। আর সে স্কুলের একজন ছাত্রী এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলে প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি স্কুলটির একজন শিক্ষক টুর্নামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারের হাতে সিরিজ সেরার অর্থ তুলে দিলেন মিরাজ
পরবর্তী নিবন্ধদুই বছরেরও বেশি সময় পর ৫ উইকেট নিলেন সাকিব