প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কারসহ নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হওয়ায় ৩৭নং ওয়ার্ড শ্রমিকলীগ যুবলীগ ও ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। মিছিলটি পোর্ট কলোনী শহীদ সামশুজ্জামান স্টেডিয়াম হতে শুরু হয়ে কাষ্টম হাউস চত্বর প্রদক্ষিণ করে পোর্ট কলোনী ১২নং সড়কসহ শহীদ মিনার পাদদেশে এসে মহানগর ছাত্রলীগের সহসভাপতি ফররুখ আহমদ পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতা তানজীব হাসান জীবুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিকলীগ জেটি শাখার সাধারণ সম্পাদক রাজিবুল আহসান, অমিতাভ চৌধুরী, আলাউদ্দিন আলো, কবির আহমেদ, লুতফুর কবির সোহাগ, মিলন দাশ, রাজীব দাশ, নাসির উদ্দিন, খুরশীদ বাদশাহ, রশীদুল আলম, মো. ইলিয়াস, মো.শরীফ, হেদায়েত উল্লাহ চৌধুরী, আমির হামজা, রাফিজুল ইসলাম, আবু সুফিয়ান, জামাল উদ্দিন মাসুম, শুভ দত্ত, সাদ্দাম হোসেন, মো. গোলাম রাব্বি, মো. রফিক, এসএম আরিফুল হক, রাফসান জামিল, রাহাত ইমরান, ইউসুফ জিতু, আরিফুল ইসলাম, ইব্রাহিম আল মামুন, ইয়াসিন আরাফাত,শান্ত বড়ুয়া, ফয়সাল আহমেদ, ইকবাল হোসেন, শাখাওয়াত রবিন, ইনজাম রাজীব, বখতিয়ার হান্নান, রায়হান হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।