অঙ্গন, চবির ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি চবির উন্মুক্ত মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে আনন্দ র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। সভাপতিত্ব করেন অঙ্গন, চবির সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহসভাপতি গৌরাঙ্গ চন্দ্র বর্মন। এরপর অঙ্গনের বার্ষিক প্রকাশনী উন্মোচন হয়। সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বার্ষিক কার্যবিবরণী তুলে ধরেন। সাংস্কৃতিক পর্বে ছিল অঙ্গন ক্যাম্পাস শাখার ও সিনিয়র সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।
বিশেষ আকর্ষণ ছিল অঙ্গন নাটক বিভাগের পরিবেশনায় ড. রাহমান নাসির উদ্দিনের রচনা ও পরিচালনায় ‘না–মরাদের কাব্য’ নাটক এবং আবৃত্তি বিভাগের প্রযোজনায় মৈমনসিংহ–গীতিকা অবলম্বনে রুপকথা ‘কাজলরেখা’। এছাড়াও সংগীত ও নৃত্য বিভাগের পরিবেশনায় ছিল দেশাত্মবোধক ও আঞ্চলিকসহ নানা রকমের একক, দলীয় সংগীত ও নৃত্য। শেষে ছিল সিনিয়র সদস্যবৃন্দের পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তি।