৩৫ তম জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

ভারতেরতো বটেই, বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি। এবারের বিশ্বকাপেও তার ব্যাট হাসছে চাঁদের আলোর মত। গতকাল যখন ইডেনে খেলতে নামছিলেন বিরাট তখন তার জন্য অপেক্ষা করছিল একটি বিশেষ মুহূর্ত। কারন দিনটা যে ছিল বিরাটের ৩৫ তম জন্ম দিন। সে সাথে হাতছানি দিচ্ছিল কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলার। আর সেটা ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীনের ৪৯ তম সেঞ্চুরি স্পর্শ করা। নিজের বিশেষ দিনে বিরাট কোহলি সে কাজটা করেছেন দারুন দৃঢ়তার সাথে। আর সে সাথে নিজের ৩৫ তম জন্ম দিনটাকেও রাঙিয়ে নিলেন বিরাট। শচীনকে ছুঁয়ে ফেলার অপেক্ষাটা শুরু হয় বাংলাদেশ ম্যাচের পর থেকে। সে ম্যাচে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলার পরের তিন ইনিংসে দুইবার গিয়েছিলেন কাছাকাছি। কিন্তু সেঞ্চুরির দেখা আর পাননি। একবার ৯৫ ও আরেকবার ৮৮ রান করে ফিরতে হয়। গতকাল জন্মদিন হওয়ায় ভক্তদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। বিরাট কোহলিও পেলেন ৪৯তম সেঞ্চুরির দেখা। ছুঁয়ে ফেললেন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারকে। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কোহলির রেকর্ড সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা। বিশ্বকাপে দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে গতকালের লড়াইটি ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার। কোহলির ৩৫ বছর পূরণের দিনকে সামনে রেখে ইডেন সেজেছিল বিশেষ রূপে। ৭০ হাজার দর্শককে দেওয়া হয়েছিল বিরাট কোহলির মুখোশ। তবে তার চাইতেও বেশি আগ্রহ নিয়ে আরেকটি সেঞ্চুরির জন্য মঞ্চ সাজিয়ে রেখেছিল ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন। গতকাল উইকেটে যাওয়ার পর থেকেই দারুণ খেলেছেন বিরাট। তাই সবাই অপেঙা করছিল কখন আসে সেই মহেন্দ্রক্ষন। ৪৯ তম সেঞ্চুরিটা কখন তুলে নেন এই মাস্টার ব্যাটার। ৪৯তম ওভারের তৃতীয় বলে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। ইডেনের গ্যালারিতে প্রায় সব দর্শকই তখন মোবাইলের ক্যামেরা তাক করেছেন তার দিকে। কাগিসো রাবাদার লেংথ বল কাভারে ঠেলে দিয়ে কোহলি যখন সিঙ্গেল তখন উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু কোহলির মধ্যে নেই সেই চিরচেনা উদযাপন। এক প্রকার ভাবলেশহীন থেকেই উঁচিয়ে ধরলেন ব্যাট ও হেলমেট। জন্মদিনে ওয়ানডেতে সেঞ্চুরি করা সপ্তম ব্যাটার বিরাট কোহলি। আর বিশ্বকাপে তৃতীয়। চলতি আসরে এর আগে জন্মদিনে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। ১১৯ বলে সেঞ্চুরি স্পর্শ করা কোহলি পরে আর বল খেলার সুযোগ পান দুটি। ১০টি চারের সাহায্যে সাজানো ইনিংসটিতে অপরাজিত থাকেন ১০১ রানে। আর তাতেই ৩২৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

পূর্ববর্তী নিবন্ধদলের ব্যর্থতার দায় নিলেও দায়িত্ব ছাড়বেন না হাথুরু
পরবর্তী নিবন্ধশুক্রবার ‘যন্ত্রণা’ আসছে