৩২ দিন পর আরো এক দেহাবশেষ উদ্ধার

বিএম ডিপোতে বিস্ফোরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেনার ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে আরেকটি মরদেহের পোড়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার একমাস দুইদিন পর গতকাল বুধবার দুপুরে ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে মরদেহের মাথার খুলি ও হাড়গুলো উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুপুরে বিধ্বস্ত শেডের ভেতরে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন ডিপোর কর্মীরা। এ সময় তারা ডিপোর লম্বা শেডের ভেতরে একটি মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় দেখতে পায়। ডিপো কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানালে আমরা গিয়ে পোড়া হাড়গোড়গুলো উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনের জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। উদ্ধার করা মাথার খুলি ও হাড়গোড়গুলো একটি মরদেহের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৪ জুন শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর কাজ করার সময় রাসায়নিক ভর্তি একটি কনটেনারের বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ৫০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।

পূর্ববর্তী নিবন্ধগাফিলতি রয়েছে কর্তৃপক্ষ ও তদারকি সংস্থার
পরবর্তী নিবন্ধবরিস জনসন কি এবার টিকে থাকতে পারবেন