৩০ মণের সাদা পাহাড়, দাম চাইলেন ১২ লাখ টাকা

চুয়াডাঙ্গা থেকে আনা হলো মইজ্জ্যারটেক গরুর বাজারে

শফিউল আজম, পটিয়া | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

কোরবানির ঈদের আর দেরি নেই। চলতি সপ্তাহ পেরুলে পুরোদমে শুরু হবে গরুর বাজার। ক্রেতাবিক্রেতাদের হাঁকডাক শুরু হবে। এর মধ্যে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠের গরুর বাজারে কুষ্টিয়ার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আনা হয়েছে ‘সাদা পাহাড়’ নামে ৩০ মণ ওজনের বিশালাকৃতির গরু। গরুটি দেখতে সারা দিন ভিড় করছেন বাজারে আসা মানুষ। ওই এলাকার সৌদি প্রবাসী আশরাফুল আলমের মা এগ্রো ফার্মে ৪ বছর ধরে যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন সাদা পাহাড়কে। চার বছর পূর্বে তিনি গরুটি ১ লাখ ১৮ হাজার টাকা দিয়ে কিনেছিলেন।

আশরাফ জানান, সাদা পাহাড়ের ওজন এখন ৩০ মণ। ১২ লাখ টাকা দাম হাঁকা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠের গরুর বাজারে গরুটি নিয়ে এসেছি। এর আগে প্রতি বছর ঢাকার বিভিন্ন হাটবাজারে গরু নিয়ে যেতাম। এবার চট্টগ্রামের গরু ব্যবসায়ী আলম মামার মাধ্যমে এখানে আসা। হাটের পরিবেশ দেখে ভালো লাগছে। চারপাশে খোলা, সুন্দর আবহাওয়া। পর্যাপ্ত আলোবাতাস, সব মিলিয়ে ভালো লাগছে।

তিনি জানান, মইজ্জ্যারটেক বাজারে সাদা পাহাড়সহ ১৮টি গরু এনেছেন তিনি। অন্য গরুগুলোর দাম ৩ থেকে ৮ লাখ টাকার মধ্যে। সাদা পাহাড়কে ৮১০ কেজি দানাদার খাবারসহ দৈনিক ১৬২০ কেজি খাবার দেওয়া হয়। এর মধ্যে ধানের গুঁড়া, গমের ছাল, শুকনা খড়, চিটা গুড়, কাঁচা ঘাস আছে। গরুটাকে তিনবেলা খাবার দেওয়া হয়।

মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠের গরুর বাজারের ইজারাদার মো. জসিম উদ্দীন জুয়েল বলেন, এ হাটের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগসুবিধা রয়েছে। তাই ব্যবসায়ীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এ বাজারে গরু, মহিষ ও ছাগল নিয়ে আসবেন। চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় গরু এ হাটে পাওয়া যাবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনগরে কেএনএফের আরও ১১ হাজার ইউনিফর্ম জব্দ
পরবর্তী নিবন্ধশীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার