৩০ বছর পর সাত গোল হজম বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

বিশ্ব ফুটবলে অস্ট্রেলিয়া অনেক শক্তিধর একটি দল। পাঁচবার বিশ্বকাপ খেলা দলটির বিপক্ষে বাংলাদেশের আশাও ছিল তাই কম গোল হজম করা। কিন্তু মাঠে লড়াইয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি। উল্টো ভেসেছে গোলবন্যায়। আর সে সাথে ফিরিয়েছে ৩০ বছর আগের পুরোনো স্মৃতি। বিশাল পরাজয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড শুরু করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ৭০ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। এনিয়ে চতুর্থবার প্রতিপক্ষের কাছে সাত গোল হজম করলো বাংলাদেশ। সবশেষ ৩০ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭০ গোলে হেরেছিল বাংলাদেশ। যদিও বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় ৯০ গোলের। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরানের কাছে একই ব্যবধানে হেরেছিল লালসবুজ পতাকাধারীরা। এছাড়া ১৯৭৫ সালে হংকংয়ে কাছে হেরেছিল ৯১ গোলের ব্যবধানে। বাংলাদেশের ফুটবল ক্রমশ এগিয়ে যাচ্ছে অবনমনের দিকে। স্বাধীনতা পরবর্তী সময়ে যে দলটি ছিল এশিয়ার অনেক দলের জন্য আতংকের নাম সে দলটি এখন হারে নেপালভুটানের কাছেও। র‌্যাংকিংয়ে ক্রমশ অবনমন হচ্ছে। যেখানে দক্ষিন এশিার দলের সাথে পেরে উঠেনা বাংলাদেশ সেখানে অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে ভাল কিছু করার আশা করাটাওতো বোকামি। আর বাংলাদেশ দলের ফুটবলাররা সে বাস্তবতাই ফুটিয়ে তুলল গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। শক্তির তফাতটা বেশ ভালই টের পেল জামাল ভুইয়ারা। যদিও ঘরের মাঠে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সে রাউন্ডের প্রথম ম্যাচেই হতাশ হতে হলো ফুটবলারদের। গতকালের গোল উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেন জ্যামি ম্যাকলারেন। রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটেই পিছিয়ে পরে বাংলাদেশ। এরপর কেবলই প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে সময় কেটেছে বাংলাদেশ দলের ১১ জন ফুটবলারের। একবারের জন্যও ঠিকমত আক্রমনে যেতে পারেনি। সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশের ফুটবলাররা যেন পুরো ৯০ মিনিট খেলারও উপযুক্ত না। বলা যায় ৯০ মিনিটের ম্যাচের জণ্য মোটেও ফিট না বাংলাদেশের ফুটবলাররা। যদিও বিরুপ আবহাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সে সব অজুহাত এখন বিশ্ব ফুটবলে চলেনা। তাই হতাশ হয়ে বিশাল পরাজয় নিয়ে এখন দেশের পথ ধরতে হচ্ছে বাংলাদেশ দলকে। এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে দুই লেগ মিলিয়ে ৯ গোল হজম করে হেরেছিল তারা। আগামী ২১ নভেম্বর বাছাইয়ের পরের ম্যাচে কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবে জামাল ভুঁইয়ারা।

পূর্ববর্তী নিবন্ধজামালদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ তবে এতোটা পার্থক্য আশা করেননি
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল