লায়ন্স ক্লাব অব চিটাগং পেকুয়া উপজেলার ৩০ দৃষ্টিহীন লোককে অপারেশনের মাধ্যমে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে। গত ২ ডিসেম্বর তাদের মুখের হাসি বলে দিচ্ছে তাদের আনন্দের কথা, তাদের দৃষ্টি ফিরে পাওয়ার কথা। লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের পিডিজি লায়ন কামরুন মালেকের সহায়তায় প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সার্বিক তত্ত্বাবধানে এই রোগীদের চিকিৎসা সেবা সম্পন্ন করে লায়ন্স চক্ষু হাসপাতাল। এতে উপস্থিত ছিলেন লায়ন নিশাত ইমরান, লায়ন শওকতুল ইসলাম, লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমদার, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালক ইনসাফি হান্না, লায়ন্স চক্ষু হাসপাতালের সিনিয়র ক্যাম্প অর্গানাইজার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।