৩০০ রানের বেশি লক্ষ্য দিতে চায় শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার লিড পৌঁছে গেছে ২১১ রানে। হাতে আছে পাঁচ উইকেট। তৃতীয় দিন সকালে শুরুটাও করবে তারা। এ অবস্থায় দলটির বোলিং কোচ দর্শনা গামাগে বলেন, ‘আমি মনে করি ৩০০ প্লাস ভালো স্কোর হবে ডিফেন্ড করার জন্য। ফলে আমরা এটাকে লক্ষ্য করে এগিয়ে যাব।’ শ্রীলংকার হয়ে সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। লাহিরু কুমারা নিয়েছেন তিনটি উইকেট। বাকি উইকেটের মধ্যে বিশ্ব ফার্নান্দো ৪টি, কাসুন রাজিথা ৩টি উইকেট নেন। তাদের প্রশংসায় ভাসিয়েছেন লংকান কোচও। তিনি বলেন, ‘হ্যাঁ তারা দারুণ বোলিং করেছে। সব ১০ উইকেটই তারা নিয়েছে। পিচে কিছুটা অসম বাউন্স ছিল। তারা বেসিক অনুযায়ী বোলিং করে গেছে এবং সাফল্য পেয়েছে।’ ‘গত কয়েক বছরে সে বেশ কিছু চোটের সঙ্গে লড়াই করে এখানে এসেছে। গত কয়েক মাসে তার সাথে আমরা কাজ করেছি তার ওয়ার্কলোড নিয়ে। টেস্ট ক্রিকেট খেলানোর জন্য। তাকে কিছু লম্বা স্পেল করানো হয়েছে টেস্ট ক্রিকেটের সাথে অভ্যস্ত করার জন্য। বর্তমানে সে দারুণ অবস্থায় আছে।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ক্রীড়া সামগ্রী পেল বালিকা ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধভিন্ন পরিকল্পনায় অস্ট্রেলিয়ার মুখোমুখি আজ বাংলাদেশ