সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় প্লে অব ম্যাচ আজ ২৪ মে মঙ্গলবার বিকাল ৩-৩০টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাউথ এন্ড ক্লাব।
প্রথম খেলায় সাউথ এন্ড ক্লাব মাদারবাড়ী শোভানিয়া ক্লাবের কাছে টাইব্রেকারে হার মানে। আগামী ২৬ মে তৃতীয় প্লে অব ম্যাচে মাদারবাড়ী শোভানিয়া ক্লাব খেলবে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে।