সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের খেলায় সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে তারা ৫ উইকেটে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পরাজিত করে। টসে জিতে কাস্টমস এক্সাইজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩২.১ ওভার খেলে তারা মাত্র ৭৬ রানে সব উইকেট হারিয়ে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২৪ থেকে। এছাড়া টিপু সুলতান ১৯ এবং মো. ইশতিয়াক আহমেদের ১২ রান ছাড়া আর কেউই দু’অংকের ঘরে যেতে পারেনি। সন্দ্বীপ উপজেলার তৌহিদুল হোসেন ৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ২টি করে উইকেট পান শাহরিয়ার জামিল নিরো এবং সাদমান খান। ১টি করে উইকেট নেন তানভীর, মাহমুদুল্লাহ রানা এবং জাহিদ হোসেন রিফাত। জবাবে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ১৮.২ ওভারে খেলে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে নেয়। দলের সাজ্জাদ হোসেন সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন। তানভির অপরাজিত থাকেন ১৯ রান করে।
অতিরিক্ত থেকে আসে ১৩ রান। কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবের টিপু সুলতান ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান শহ আজিজ মো. সাইদ, জাহাঙ্গীর আলম এবং রাহুল ইসলাম।