চন্দনাইশে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ট্রাকে করে পাচারকালে ২ লাখ চিংড়ি পোনা আটক করা হয়। পরে তা শঙ্খনদীতে অবমুক্ত করা হয়। একইদিন দোহাজারী বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী জানান, বিপুল পরিমাণ চিংড়ি পোনা আহরণ করে পাচারকালে গতকাল সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ টিম অবস্থান নেয়। এসময় চট্টগ্রামমুখী একটি ট্রাকে করে পাচারকালে আনুমানিক ২ লাখ চিংড়ি পোনা আটক করা হয়। আটককৃত চিংড়ি পোনাগুলো শঙ্খনদীতে অবমুক্ত করা হয়। একইদিন সকাল ৯টায় দোহাজারী বাজারে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ২০ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের ভ্রাম্যমান আদালত অবৈধভাবে চিংড়ি পোনা পরিবহনের দায়ে ট্রাক মালিক মোরশেদ আলমকে ৫ হাজার টাকা ও জেলিযুক্ত গলদা চিংড়ি বিক্রির দায়ে মুক্তার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম, সোলতান আহমদ, ক্যচিংনু মারমা প্রমুখ।