কর্ণফুলী থানাধীন শাহ মীরপুর এলাকায় ২ লাখ ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলো, আজম উদ্দিন চৌধুরী ও সৈয়দ নূর প্রকাশ রুবেল হোসেন। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালতসূত্র জানায়, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর শাহ মীরপুর এলাকার একটি গুদাম ঘর থেকে উক্ত ২ লাখ ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। পাশাপাশি দুটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মাদক মামলায় পুলিশ চার্জশিট দাখিল করলে গত বছরের ১২ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।