২ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হল কর্ণফুলী পেপার মিল

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৩৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল লিমিডেট প্রায় ২ মাস বন্ধ থাকার পর গত বুধবার রাত থেকে পুনরায় চালু হয়েছে। চালু হবার পর থেকেই কেপিএমে কাগজ উৎপাদন শুরু হয়েছে। কারখানা চালুর দিনই ৮ মেট্টিক টন সাদা কাগজ উৎপাদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হাকীম কারখানা পুনরায় চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কাঁচামাল সঙ্কটের কারণে গত ২০ জুলাই থেকে কেপিএমের উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর কেপিএম চালু হবার খবরে কারখানার সর্বস্তরের শ্রমিক কর্মচারিকর্মকর্তা এবং কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন। কর্ণফুলী পেপার মিল উৎপাদিত কাগজে প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। জাতীয় এবং সকল নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কর্ণফুলী পেপার মিল থেকে কাগজ সরবরাহ নিয়ে থাকে।

এ ছাড়াও দেশের সকল শিক্ষা বোর্ড, বিএসও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সংস্থা কর্ণফুলী পেপার মিল থেকে প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে রাইফেল দিয়ে গুলি করা সুলাইমান বাদশা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনতুন কোনো ইটভাটার অনুমতি নয়, বন্ধ হচ্ছে অবৈধ ৩৪৯১টি