২ জোড়া বাড়িয়ে চবির শাটলে নতুন শিডিউল

চলবে আজ থেকে প্রায় আট হাজার শিক্ষার্থীর যাতায়াত সুযোগ বাড়ছে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ রেলওয়ে চলমান ৭ জোড়া শাটল ট্রেনের সাথে আরও ২ জোড়া শাটল বৃদ্ধি করেছেন। মোট ৯ জোড়া শাটল পরিচালনার জন্য নতুন সময়সূচি ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ খোলার দিনগুলোতে চবির শাটল ট্রেন ৯ বার ক্যাম্পাসে আসাযাওয়া করবে। তবে বন্ধের দিনগুলোতে আগের মতো তিন জোড়া শাটল চলাচল করবে। আজ থেকে নতুন শিডিউলে শাটল চলবে। এই দুইজোড়া শাটলে আট হাজারের মতো শিক্ষার্থীর যাতায়াতের সুযোগ বাড়ছে বলে জানান প্রক্টর।

বিশ্ববিদ্যালয়ের ৯ জোড়া শাটল ট্রেনের নতুন সময়সূচি হলো, খোলার দিনগুলোতে শাটল ট্রেন শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিট, ৭টা ৪০ মিনিটে নগরীর বটতলী স্টেশন থেকে এবং ৯টা ৪৫ মিনিট, ১০টা ১৫ মিনিট, ১১টা ৩০ মিনিটে নগরীর ষোলশহর স্টেশন থেকে ছাড়বে। এছাড়া দুপুর ২টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩০ মিনিট, বিকাল ৫টা এবং রাত ৮টা ৩০ মিনিট নগরীর বটতলী স্টেশন থেকে ছাড়বে। অপরদিকে ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্য সকাল ৮টা ৪০ মিনিট, ৯ টা ৫ মিনিট এবং ১০টা ৩০ মিনিটে ছেড়ে নগরীর ষোলশহর স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া দুপুর ১টা, দুপুর ২টা, বিকাল ৩টা ৩৫ মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট এবং রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

বন্ধের দিনগুলোতে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে। অপরদিকে ক্যাম্পাস থেকে শহরে উদ্দ্যেশে সকাল ৯টা ৫ মিনিটে, বিকাল ৪টা ৪০ মিনিট এবং রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে নগরীর বটতলী স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

এই সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটলের নতুন যে সময়সূচি প্রকাশ করা হয়েছে আশা করি শিক্ষার্থীদের উপকার হবে। এই রেললাইনে আরও অনেক রেল যাতায়াত করে। সব কিছু মিলিয়ে আমাদেরকে আরও দুইজোড়া শাটলের সিডিউল বাড়িয়ে দিয়েছে এটাই অনেক। এই দুইজোড়া শাটলে অন্তত আট হাজারের মত শিক্ষার্থীর যাতায়াতের সুযোগ বাড়ছে। তবুও আমরা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করতেছি। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মধ্যে আলোচনা সবসময় চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে রাতের আঁধারে নিজ ঘরে খুন হলেন প্রতিবন্ধী নারী
পরবর্তী নিবন্ধচাল আমদানিতে শুল্ক প্রত্যাহার