২ কোটি রুপিতে দিল্লিতে মোস্তাফিজ, সাকিব অবিক্রিত

আইপিএলের মেগা নিলাম

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল নিলামে কি ঘটে সেদিকেই দৃষ্টি ছিল সবার। তবে মোস্তাফিজ দল পেলেও আইপিএলে অনেক অভিজ্ঞ তারকা সাকিব অবিক্রিত থেকে যান। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুতে শনিবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় দিল্লি। গত আসরের নিলামে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলে দিল্লির কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। শনিবার নিলাম থেকে ওয়ার্নারের পাশাপাশি তারা দলে নেয় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ, ভারতীয় পেসার শার্দুল ঠাকুর, চায়নাম্যান বোলার কুলদিপ যাদবকে। এছাড়াও আগের বছরের দল থেকে ধরে রাখে তারা পৃথ্বী শ, রিশাভ পান্ত, আকসার প্যাটেল ও দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিক নরকিয়াকে।
মোস্তাফিজের আগে নিলামে নাম উঠলেও এ দিন কোনো দল পাননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কোনো দল আগ্রহী হলে দ্বিতীয় দিনে তার নাম উঠতে পারে আবার। আইপিএলের গত আসরে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ ওভারপ্রতি প্রায় সাড়ে ৮ করে রান নিয়ে। তার আইপিএল অভিষেক ২০১৬ আসর দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে চমক জাগানিয়া আবির্ভাবের পর তাকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম আইপিএলেই দারুণ সাড়া জাগান তিনি। ওভারপ্রতি সাতের কম রান দিয়ে ১৭ উইকেট নিয়ে জিতে নেন ‘ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ স্বীকৃতি। দলের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। পরের আসরে হায়দরাবাদের হয়েই একটি ম্যাচ খেলে তিনি রয়ে যান উইকেটশূন্য। পরে তাকে ছেড়ে দেয় তারা। ২০১৮ আইপিএলের নিলামে তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজির হয়ে ৭ ম্যাচে তার উইকেট ছিল ৭টি, ওভারপ্রতি রান দিয়েছিলেন সাড়ে ৭ করে। এরপর দুই আসর বিরতি দিয়ে আবার আইপিএলে খেলেন তিনি গতবার। এবারের বিপিএলে টানা ৫ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়ে বিশ্বরেকর্ড গড়লেও আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজিকে আকৃষ্ট করতে পারেননি সাকিব আল হাসান। তবে এখনই সাকিবের দল পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখালে পরে আবার তার নাম উঠতে পারে।
গত বছর নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০০৯ আইপিএলে প্রথম নিলামে নাম তুলেছিলেন সাকিব। সেবার কোনো দল তাকে নেয়নি। পরে অবিক্রিত থেকে যান ২০১০ আইপিএলেও। আইপিএলে প্রথমবার দল পান তিনি ২০১১ আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় ৪ লাখ ২৫ হাজার ডলারে। এরপর থেকে ভারতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি ছিলেন নিয়মিত মুখ।
২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর তাকে ছেড়ে দেয় দলটি। ২০১৮ আইপিএলে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে খেলেন তিনি দুটি আসরে। এরপর গত আসরে আবার ফেরেন কলকাতায়। কেবল ২০১৩ আসরে তিনি খেলেননি, ২০২০ আসরে খেলতে পারেননি আইসিসির নিষেধাজ্ঞার কারণে। এছাড়া সব আসরেই তাকে দেখা গেছে মাঠে। গত আসরে কলকাতার হয়ে অবশ্য তার পারফরম্যান্স ভালো ছিল না মোটেও। ৮ ম্যাচ খেলে মাত্র ৯.৪০ গড় ও ৯৭.৯১ স্ট্রাইক রেটে রান করেছিলেন মোট ৪৭, উইকেট নিয়েছিলেন স্রেফ ৪টি। এবারের নিলামে বাংলাদেশ থেকে সাকিব- মোস্তাফিজ ছাড়াও আছেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম। আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলাম চলবে আজ রোববারও। এবারই প্রথম আইপিএল হতে যাচ্ছে ১০ দল নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধচবির সেরা ফিচার রিপোর্টার আজাদীর ইমাম ইমু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় রাস্তা থেকে সিল মারা ব্যালট বই উদ্ধার