ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ঝুঁকিপূর্ণ ডাকাতির স্পট নয়দুয়ারে গতকাল রাত ৮টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ আন্তঃজেলা ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় ১২ ডাকাত পালিয়ে যায়। তবে এ সময় ডাকাতির অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়।
মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদিয়া মাইজপাড়া সাকিনস্থ নয়দুয়ার বাজারের ২০০ মিটার উত্তর দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপের ভিতরে ১৩/১৪ জন ডাকাতের সমবেত হওয়ার খবর পেয়ে মীরসরাই থানার পুলিশ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযান পরিচালনাকারী এসআই মোহাম্মদ আল আমিন জানান, পুলিশ দেশীয় অস্ত্রসহ পশ্চিম খৈয়াছরা গ্রামের মনছুরের ছেলে ইসমাইল হোসেন তুহিন (২৫) ও রবিউল হোসেনের ছেলে ওমর ফারুককে (২৪) আটক করে। এ সময় ১১/১২ জন ডাকাত পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে একটি টিপ ছোরা, ৪টি গাড়ির চাকা ফুটো করার পেরেক প্লেয়ার, ৪টি লম্বা ছোরা, ১টি রেঞ্জ, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি চাপাতি, ৬টি লোহার রড ও ৩টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। মহাসড়কের বিভিন্ন গাড়িতে ডাকাতিকালে এসব সরঞ্জাম ব্যবহার করা হয় বলে আটকরা স্বীকার করেছে।
ওসি জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।