২৯৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

লোহাগাড়ার ৬ ইউপি নির্বাচন

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৯৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ২২২ জন প্রার্থী রয়েছেন। গতকাল মঙ্গলবার প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ হারুনর রশিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে জসিম উদ্দিন (চশমা), মুহাম্মদ শাহ নেওয়াজ (ঘোড়া), আকতার কামাল (আনারস), মোস্তাক আহমদ সবুজ (মোটর সাইকেল), এস এম আবু সাঈদ চৌধুরী (সিএনজি টেঙি) প্রতীক বরাদ্দ পান। চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ শফিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মোহাম্মদ সাদাত উল্লাহ (মোটর সাইকেল) ও মোহাম্মদ হেলাল উদ্দীন (আনারস) প্রতীক বরাদ্দ পান। কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান পদে আবদুল ওয়াহেদ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এয়াছিন (আনারস) প্রতীক বরাদ্দ পান। চুনতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. জয়নুল আবেদিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আনিস উল্লাহ (আনারস) ও নুর মোহাম্মদ শহীদুল্লাহ (চশমা) প্রতীক বরাদ্দ পান।
উল্লেখ্য, ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুটিবিলা ও বড়হাতিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসুরাজপুর-মানিকপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা বিজয়ী
পরবর্তী নিবন্ধবিদ্রোহীদের থামাতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বৈঠক আজ