২৮ বছর পর মাতারবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ কেন্দ্রসহ তিন মেগা প্রকল্প উদ্বোধন করবেন

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

দীর্ঘ ২৮ বছর পর মহেশখালীর মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উপকূলীয় দ্বীপ মহেশখালীর উপদ্বীপ মাতারবাড়িতে গিয়েছিলেন জনসভা করতে। আজ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ও এসপিএম প্রকল্পসহ তিন মেগা প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কক্সবাজার ও মাতারবাড়ি সফরকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে জোরালো দাবি উঠছে উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়ন ও মহেশখালীকক্সবাজার নদীপথে মহেশখালী চ্যানেলের উপর সেতু নির্মাণের। প্রধান এই দুটি দাবি নিয়ে স্থানীয়রা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে তোরণ নির্মাণ ও ব্যানারফেস্টুন দিয়ে ভরিয়ে ফেলেছেন।

মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, মাতারবাড়ি সমুদ্র বন্দরের এই চ্যানেলটি দিয়ে ইতোমধ্যে কয়লা বিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো নির্মাণের মালামাল এবং কয়লাবোঝাইসহ শতাধিক জাহাজ নিরাপদে ভিড়েছে। আগামী ২০২৬ সালে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধপুরোদমে চালু হচ্ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল
পরবর্তী নিবন্ধকক্সবাজারবাসীর শত বছরের স্বপ্নপূরণ