২৭ মাস পরও চালু হয়নি ডাইনিং

শিক্ষার্থীদের ভোগান্তি, ক্ষোভ চবি শেখ হাসিনা হল

চবি প্রতিনিধি | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে ২০১৯ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের আবাসিক কার্যক্রম চালু হয়। ২৭ মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের খাবারের জন্য ডাইনিং চালু করা হয়নি। এতে ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের। অনেকে নিজেরা রান্না করে খায়। কাউকে ক্যান্টিনে বা বাইরে চড়া মূল্যে খেতে হচ্ছে। ক্যান্টিনের খাবারের মান ভালো নয় বলেও অভিযোগ রয়েছে। নানা সুবিধা সম্পন্ন হলটিতে ডাইনিং এখনো না খোলায় হলের আবাসিক শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তবে লোকবল সংকটের কারণে ডাইনিং চালু হচ্ছে না বলে জানান হল কর্তৃপক্ষ। জানা যায়, ২০১৫ সালের ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দ্বিতীয় দফা উদ্বোধনের পর ৪ বছর লেগেছে নির্মাণ কাজ করতে। কাজ শেষ করেও কার্যক্রম চালু না করায় কয়েকবার হলের ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা।
এরপর অনেক আন্দোলন, কর্মসূচির পর ২০১৯ সালের ১২ অক্টোবর শেখ হাসিনা হলের আবাসিক কার্যক্রম চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫০০ আসন বিশিষ্ট ছাত্রীদের জন্য নির্মিত হলটি ৯৮ হাজার ৫০০ বর্গফুটের এবং চারতলা বিশিষ্ট। হলটিতে একটি লিফট, দুই হাজার বর্গফুটের পাঠাগার, কমন রুম, লন্ড্রি, ইনডোর গেমসের সুবিধা, ছাত্রীদের জন্য রান্নাঘর ও প্রার্থনা কক্ষ রয়েছে। এসবে শিক্ষার্থীরা সন্তুষ্ট থাকলেও ডাইনিং চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের দাবি, শীঘ্রই ডাইনিং খুলে দেওয়া হোক।
হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া নওমি আজাদীকে বলেন, ডাইনিং না থাকায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে। বাধ্য হয়ে অনেককে ক্যান্টিনে খেতে হচ্ছে। ডাইনিং বন্ধের সুযোগ কাজে লাগিয়ে খাবারের দাম বেশি রাখছে ক্যান্টিন। এছাড়া খাবারের মানও ভালো না।
আরেক শিক্ষার্থী বলেন, প্রায় সময় ক্লাস, পরীক্ষার জন্য রান্না করা যায় না। অনেকে রাতে টিউশন করে ক্লান্ত থাকে, রান্না করতে পারে না৷ ডাইনিং থাকলে খাবারের টেনশন থাকে না। বারবার বলার পরও চালু হচ্ছে না।
এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান আজাদীকে বলেন, ডাইনিং শুরু করতে হলে আমাদের লোকবল লাগবে। আমরা প্রশাসনকে চাহিদা দিয়েছি। প্রশাসন বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু দিচ্ছে না। ডাইনিং ছাড়াও অন্যান্য কাজের জন্য লোক লাগবে।

পূর্ববর্তী নিবন্ধরেলের জায়গায় হবে ১৫ তলার শপিং মল
পরবর্তী নিবন্ধআজ মাস্টার দা সূর্য সেনের ফাঁসি দিবস