২৭ দিন পর বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

আজ থেকে অনলাইনে আগাম টিকেট বিক্রি মালবাহী ট্রেন চলাচল আজ শুরু, লোকাল ট্রেন চলবে কাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

দীর্ঘ ২৭ দিন পর আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে আবার সব ধরনের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর আগে আজ সোমবার থেকে চলবে মালবাহী ট্রেন এবং আগামীকাল ১৩ আগস্ট মঙ্গলবার থেকে চলবে সকল মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে আজ সোমবার বিকাল ৫টা থেকে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার রেলভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরের দিন ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন ১৯ জুলাই সরকারের কারফিউ জারি করার পর থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। এই ব্যাপারে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম আজাদীকে বলেন, ১৫ আগস্ট থেকে সকল আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বলে মৌখিকভাবে শুনেছি। ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং ১৩ আগস্ট থেকে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। তবে এখনো কোনো লিখিত অফিস অর্ডার পাইনি। হয়তো রাতের মধ্যে অর্ডার পাবো।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, সোমবার থেকে (আজ) সকল মালবাহী এবং তেলের গাড়ি চলাচল করবে। ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলবে এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট সোমবার বিকেল ৫টা থেকে বিক্রি হবে বলে শুনেছি। এদিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের দায়িত্বরত রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক সিকদার আজাদীকে বলেন, সোমবার (আজ) আমার এখান (সিজিপিওয়াই) থেকে কন্টেনার ট্রেন এবং তেলের গাড়ি চলবে। আমার এখান থেকে প্রতিদিন ৩টি মালবাহী এবং ২টি তেলের গাড়ি চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আজ থেকে নামছে ট্রাফিক পুলিশ