দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মেইল–লোকাল–কমিউটারসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল।
চট্টগ্রাম স্টেশন থেকে গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মহানগর এক্সপ্রেস। এরপর বেলা ৩ টায় ছেড়ে যায় মহানগর গোধুলী, বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস, সন্ধ্যা ৬ টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় মেঘনা, এরপর রাতে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় উদয়ন, রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তুর্ণা নিশীথা। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
তিনি আজাদীকে বলেন, চট্টগ্রাম থেকে আজ (গতকাল বৃহস্পতিবার) ছেড়ে যাওয়া প্রতিটি মেইল ও আন্তঃনগর ট্রেনে যাত্রী ছিল ধারণ ক্ষমতার অনেক বেশি। স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাত্রীরা দাঁড়িয়ে গেছেন। রেক না থাকায় সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা, বিজয় ও পাহাড়িকা বৃহস্পতিবার চট্টগ্রাম ছাড়া হয়নি। অন্যান্য সবগুলো ট্রেন ছেড়ে গেছে। তবে শুক্রবার থেকে আগের মতোই স্বাভাবিক নিয়মে সবগুলো ট্রেন চলবে।
এদিকে পর্যটন নগরী কঙবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় কঙবাজার এঙপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কঙবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, কঙবাজার স্টেশন থেকে আন্তঃনগর কঙবাজার এঙপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এঙপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত ৮ টায়। আজ শুক্রবার থেকে চট্টগ্রাম–কঙবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এটি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
এর আগে ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এঙপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়। এরমধ্যে গত ১ থেকে ৩ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালু হয়। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।