২৫ মার্চের পর নগরীতে পলিথিন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : মেয়র

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

যে সব ব্যবসায়ীর কাছে পলিথিন আছে তা আগামী ২৫ মার্চের মধ্যে সরিয়ে বিকল্প হিসেবে চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর কারো কাছে পলিথিন পাওয়া গেলে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যার কাছে পলিথিন পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতকাল সোমবার সকালে রিয়াজউদ্দিন বাজারে পলিথিন ব্যবহার বন্ধে পরিচালিত প্রচারণা অনুষ্ঠানে এ ঘোষণা দেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগসহ রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম চৌধুরী বলেন, পলিথিন বা প্লাস্টিক ব্যবহারের কুফল বা ক্ষতিকর বিষয়ে নগরবাসীকে বারবার সচেতন করা হয়েছে। কিন্তু বিষয়টি অনেকে আমলে নিচ্ছে না। পলিথিন ব্যবহারের ব্যাপারে চসিক কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ার পর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। ২৫ মার্চ এর পর আর বাড়ানো হবে না।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হসপিটালে বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার