রাতের আকাশে একই রেখায় অবস্থান করবে ৬টি গ্রহ শনি, শুক্র, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস ও মঙ্গল। নেপচুন ও ইউরেনাস ছাড়া বাকি সব গ্রহ দেখা যাবে খালি চোখে। আগামী ২৫ জানুয়ারি রাতে বিরল এ ঘটনা ঘটতে যাচ্ছে। এই মহাজাগতিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে স্কাই ওয়াচারস ক্লাব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে টেলিস্কোপ নিয়ে বসতে যাচ্ছে কাজির দেউড়ি স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে। ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আকাশে গ্রহের পর্যবেক্ষণ। আরো থাকবে বিজ্ঞানভিত্তিক নাটক। এ পর্যবেক্ষণ সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।