২৪ জানুয়ারি শহীদদের জাতি চিরকাল স্মরণ করবে : এমপি ছালাম

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

২৪জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম আদালত চত্বরের শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম(চান্দগাঁও, পাঁচলাইশ, বোয়ালখালী) সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম এমপি। গত ২৪ জানুয়ারি সকালে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল আলম, অ্যাডভোকেট উজ্জল সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আমির খসরু চৌধুরী, অ্যাডভোকেট মীর তোফাজ্জাল হোসেন, অ্যাডভোকেট জিকু বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক প্রমুখ এ সময় আবদুচ ছালাম এমপি বলেন, জাতীয় প্রয়োজনে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে চট্টগ্রামের ছাত্রযুবজনতা প্রমাণ করেছে চট্টগ্রাম বীরের চট্টগ্রাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ যুদ্ধ থেকে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে চট্টগ্রামের বীর শহীদেরা স্বদেশপ্রেম ও ত্যাগের মহিমা রচনা করেছে। সমগ্র জাতিকে জাগিয়ে তুলতে চট্টগ্রাম বরাবরই অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘিতে আওয়ামী লীগের ডাকে স্বৈরাচার বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসার সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর গুলি চালায় স্বৈরাচারের পুলিশ। বৃষ্টির মতো গুলিবর্ষণের মুখে মানববর্ম রচনা করে সেদিন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিাকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন হাসান মুরাদ, মহিউদ্দিন শামীম, স্বপন কুমার বিশ্বাস, এথেলবার্ট গোমেজ কিশোর, স্বপন চৌধুরী, অজিত সরকার, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডি কে চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, সবুজ হোসেন, কামাল হোসেন, বি কে দাশ, পঙ্কজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দ মিয়া, সমর দত্ত, হাসেম মিয়া, মো. কাসেম, পলাশ দত্ত, আব্দুল কুদ্দুস, গোবিন্দ দাশ ও শাহাদাত প্রমুখ ২৪ জন বীর সন্তান। জাতি তাদের রক্তের কাছে ঋণী। তাদের এ আত্মবলিদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে : অনুপম সেন
পরবর্তী নিবন্ধসালমান ছুটে গেলেন ক্যান্সারজয়ী ভক্তের কাছে