২৪ ঘণ্টায় নগরীতে গ্রেপ্তার ৪২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিএমপির জনসংযোগ শাখার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেনমামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), মো. আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), মো. আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), মো. ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), মো. মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), মো. শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান (হিরা) (৫৩), মো. মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), মো. ফরহাদ (২৮), শাহাদাত হোসেন রুমান (৩০), মো. জহির উদ্দিন (৪৭), আবির সেন প্রকাশ আবির সেন গুপ্ত (৩০), অনিক সেন গুপ্ত প্রকাশ অনিক (৩০), মো. কবির প্রকাশ চেইন কবির প্রকাশ সেন্ট কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), মো. ইকবাল হোসেন (৩৪), মো. রাজু (৩০), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নওয়াব আলী (৫৫), নগরীর ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম (৫৫), ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪), মো. হাসান (৩৫), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) ও সাইফুল ইসলাম।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার নির্ণয়ে চট্টগ্রামে নেই বিশেষায়িত ল্যাব
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বসতঘরে ডাকাতি, বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম