চলমান লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করার অপরাধে নগরীর ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় ২৩ ব্যক্তির বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করে এসব জরিমানা করা হয়। তিনি আরও বলেন, সাতটি শর্তে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু ক্রেতা ও কিছু বিক্রেতা এসব শর্ত মানছেন না। লকডাউন চলমান থাকা অবস্থায় অভিযান চলবে।