‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া চারদিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার সমাপ্ত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত মেলার সমাপ্তি ঘোষণা করেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচুর পরিমাণে ক্রেতা দর্শনার্থী এসেছেন। আজ (গতকাল) মেলার শেষ দিন সবচেয়ে বেশি ফ্ল্যাট-প্লট বিক্রি এবং বুকিং হয়েছে। গত তিন দিনও অনেক ক্রেতা বুকিং দিয়েছেন। চারদিনব্যাপী এই মেলায় ১২ হাজার ক্রেতা দর্শনার্থী ভিজিট করেছেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের যে সকল অফার দিয়েছে, তারা আগামী সাত দিন তাদের নিজস্ব অফিসে সে সকল সুযোগ-সুবিধা বহাল রাখবে। তিনি জানান, এবারের মেলায় ফ্ল্যাট ও প্লট বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ২৫০ কোটি টাকা। মেলায় মোট ২৩৮ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ছিল ২০৫টি ফ্ল্যাট এবং ৫৩টি প্লট।
উল্লেখ্য, এবারের রিহ্যাব মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে। মেলায় গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান হচ্ছে চারটি। এগুলো হলো এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, রূপায়ন সিটি উত্তরা, ইউএস বাংলা লিমিটেড ও উইকন প্রপার্টিজ। কো-স্পন্সর হিসেবে ১৫টি, ৬টি আর্থিক প্রতিষ্ঠান এবং ৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠানসহ মোট ৪৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই), সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, জুমাইরাহ হোল্ডিংস লিমিটেড, র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড, শেঠ প্রপার্টিজ লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, সাফ হোল্ডিংস লিমিটেড, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও সেম ইউপিভিসি লিমিটেড।