ডেঙ্গু মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে গতকাল শনিবার ২৩নং পাঠানতুলী ওয়ার্ডে প্রচারপত্র বিলি করা হয়েছে। বিকেলে দেওয়ানহাট ১নং সুপারী ওয়ালা পাড়া বউ বাজার থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ২৩নং পাঠানতুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। পরে বৌবাজার, সোলতান কলোনি, চাঁন মিয়ার বিল, দক্ষিণ ধনিয়ালাপাড়া, মতিয়ার পুল ও কদমতলী এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, বিএনপি নেতা আব্দুল আজিম, মোজাহের খান, বাদশা মিয়া সিদ্দিকী, ইসলাম, জমির, সালাম, পেয়ারু, আব্দুল করিম সেলিম, মোঃ ইসমাইল, আকবর কবির চৌধুরী ডিউক, মোঃ পারভেজ, সিরাজুল হক, আব্দুল নুর, আবুল কালাম আবু, মুনির উদ্দিন বাবুল, মোঃ মোসলেম, সালেহ আহমদ, মোঃ জাহাঙ্গীর, শ্রমিক দল নেতা আবু তাহের, যুবদল নেতা রুবেল, মুরাদ, মাহবুব, বেলাল, সাবের, আজিজ, রবিন, সালাউদ্দিন, রানা। এ সময় নেওয়াজ খান বলেন, দেশ গঠনের ক্ষেত্রে আমাদের সকলের নৈতিক দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করলে সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠন সম্ভব। বর্তমান সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সকলকে সচেতন হতে হবে এবং প্রচার–প্রচারণা চালাতে হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও এই সচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইন শুরু হবে। প্রেস বিজ্ঞপ্তি।